ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

সেন্টমার্টিন থেকে ২৯ রোহিঙ্গা শিশু-নারী-পুরুষ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, মার্চ ৩০, ২০১৯
সেন্টমার্টিন থেকে ২৯ রোহিঙ্গা শিশু-নারী-পুরুষ উদ্ধার আটক রোহিঙ্গারা। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিন এলাকা থেকে ২৯ জন রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষকে উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। এসময় তিন দালালকে আটক করা হয়।

শুক্রবার (২৯ মার্চ) দিনগত মধ্যরাত থেকে শনিবার (৩০ মার্চ) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও দালালদের আটক করা হয়।

আটক দালালরা হলেন- মো. কবীর (৩৫), আব্দুর রহমান (৩২) ও জামাল উদ্দিন (৩২)।

তারা তিনজনই সেন্টমার্টিনের বাসিন্দা।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৬ জন নারী, ৬ জন পুরুষ ও ৭টি শিশু। তারা টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শেখ মাহমুদ হাসান বাংলানিউজকে বলেন, চাকরির প্রলোভন দেখিয়ে তিন দালালের মাধ্যমে মালয়েশিয়ার যাওয়ার জন্য সাগরের মধ্যে বোটে অবস্থান করছিলো উদ্ধার ২৯ জন রোহিঙ্গা।

তিনি আরো বলেন, আটক তিন দালালকে থানায় সোপর্দ এবং উদ্ধার করা রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এসবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ