শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানের আগুনে পুড়ে যাওয়া ডিএনসিসি মার্কেট পরিদর্শন শেষে একথা বলেন হানিফ।
তিনি বলেন, ব্যবসায়ী সমিতির সঙ্গে মেয়র (আতিকুল ইসলাম) বসবেন।
এসময় তার সঙ্গে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আবার কেনো ডিএনসিসি মার্কেটে আগুন, প্রশ্ন আতিকুলের
শনিবার ভোরে গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। আগুনে প্রায় ১৮০ দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি সেনা ও নৌবাহিনীর টিম কাজ করে। তবে কোনো প্রাণহানির খবর মেলেনি।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
টিএম/জেডএস