ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে সেনা-নৌবাহিনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৪, মার্চ ৩০, ২০১৯
ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে সেনা-নৌবাহিনী ডিএনসিসি মার্কেটের আগুন, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে অভিযানে নেমেছে সেনাবাহিনী ও নৌবাহিনী।

শনিবার (৩০ মার্চ) সকাল ৮টায় ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট প্রশান্ত মিত্র।

তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনী।

একইসঙ্গে ফায়ার সার্ভিস সদস্যদের হাতে হাত মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সাধারণ মানুষও।

এর আগে ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বাংলানিউজকে বলেন, এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
পিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ