ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জে প্রাইভেটকার নদীতে, যুবক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২২, মার্চ ৩০, ২০১৯
রূপগঞ্জে প্রাইভেটকার নদীতে, যুবক নিখোঁজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার বালু নদীতে তলিয়ে গেছে। এ ঘটনায় জাকিয়া সুলতানা (২৫) ও সাদিয়া সিফাত দোলী (২৪) নামের দুই নারীকে উদ্ধার করা গেলেও মাহমুদ জুয়েল নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। 

শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুর্বাচল নতুন শহর প্রকল্পের ১নম্বর সেক্টরের ভোলানাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।  

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, ঢাকার ধামরাই থানার ইসলামপুর এলাকার রবিউল আলমের মেয়ে জাকিয়া সুলতানা ও ধানমন্ডি ১২নম্বর রোডের ২৭ নম্বর হাউজের আবিদ হাসানের মেয়ে সাদিয়া সিফাত দোলীকে নিয়ে প্রাইভেটকারযোগে ভোলানাথপুর এলাকায় ঘুরতে যান মাহমুদ জুয়েল।

রাত সাড়ে ১০টার দিকে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১নম্বর সেক্টরের ভোলানাথপুর এলাকায় প্রাইভেটকারটি ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালু নদীতে তলিয়ে যায়।  

এসময় স্থানীয় লোকজন জাকিয়া সুলতানা ও সাদিয়া সিয়াত দোলীকে উদ্ধার করতে পারলেও মাহমুদ জুয়েলকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ