শুক্রবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকিদুল চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার পাকা গ্রামের মোরাদ আলীর ছেলে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বাংলানিউজকে বলেন, সকালে আকিদুল তার মেয়ে আঁখিকে নিয়ে মোটরসাইকেলে করে কোটচাঁদপুরের সাবদারপুরে যাচ্ছিলেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুর গামী একটি ট্রেন সোয়াদী রেল ত্রুসিং পৌঁছালে আকিদুল ট্রেনে কাটা পড়ে মারা যান।
এ ঘটনায় নিহত ব্যক্তির মেয়ে আঁখি গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
জিপি