বৃহস্পতিবার (২৮ মার্চ) বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মামুন দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা অন্ধহাফেজ মোড় নিবাসী প্রাক্তন ফরেস্ট অফিসার মরহুম আবুল কাশেমের ছেলে।
নিহতের ভগ্নিপতি এমএ মজিদ বাংলানিউজকে জানান, মামুনের প্রথম নামাজে জানাজা শুক্রবার (২৯ মার্চ) সকাল ১১টায় দিনাজপুর জেলার বিরল উপজেলার কালিয়াগঞ্জ সংলগ্ন মিরাবনে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় নামাজে জানাজা দণি বালুয়াডাঙ্গা মিনার জামে মসজিদের ঈদগাহ মাঠে বাদ জুম্মা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে বাবার পাশে মামুনকে দাফন করা হবে।
এরআগে, দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারের আট ও নয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় একজন শ্রীলঙ্কান নাগরিক সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এনটি