ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

গাজীপুরে পুনর্বাসন নিবাসীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১২, মার্চ ২৮, ২০১৯
গাজীপুরে পুনর্বাসন নিবাসীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতিযোগিতায় শিশুদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী। ছবি: বাংলানিউজ

গাজীপুর: দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন নিবাসীদের তিন দিনব্যাপী ঢাকা বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র মাঠে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

ঢাকা বিভাগের সমাজ সেবা কল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেবা অধিদফতরের অধীনে ২৯ প্রতিষ্ঠান এ অনুষ্ঠানে অংশ নেয়।

অনুষ্ঠানে দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন নিবাসীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী প্রতিযোগিতায় অংশ নেন। পরে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

ঢাকা বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের পরিচালক মিনা মাসুদ উজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মিজ্ জুয়েনা আজিজ, বাংলাদেশ সমাজ সেবা অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. সাফায়েত হোসেন তালুকদার, সমাজ সেবা অধিদফতরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোরশেদ খান পাভেল ও কোনাবাড়ী দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল সামী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।