এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিলে দগ্ধ আব্দুল্লাহ আল ফারুককে মৃত ঘোষণা করা হয়।
ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ খন্দকার বাংলানিউজকে বলেন, বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের হাসপাতালে এখন পর্যন্ত চারজন এসেছে।
বড় ভাই আব্দুল্লাহ আল মামুন তুহিনের সঙ্গে থাকা নিহতের এক বন্ধু মিনহাজ উদ্দিন সোহাগ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ম্যানেজমেন্ট ১৩ ব্যাচে একসঙ্গে পড়াশোনা করেছি। ফারুকের বাড়ি চাঁদপুর হাজীগঞ্জ উপজেলায়। দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকতো ডেমরা সারুলিয়া এলাকায়। তিন ভাইয়ের মধ্যে ফারুক ছিল দ্বিতীয়।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এজেডএস/এএ