ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

ঢামেকে কান্নায় ভেঙে পড়লেন নিহত ফারুকের ভাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১০, মার্চ ২৮, ২০১৯
ঢামেকে কান্নায় ভেঙে পড়লেন নিহত ফারুকের ভাই নিহত ফারুকের মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে আসেন বড় ভাই আব্দুল্লাহ আল মামুন তুহিন

ঢাকা: বনানীর অগ্নিকাণ্ডে নিহত ফারুকের মৃত্যু সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে আসেন বড় ভাই আব্দুল্লাহ আল মামুন তুহিন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভাইয়ের দগ্ধ মরদেহ দেখে ভেঙে পড়েন কান্নায়।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিলে দগ্ধ আব্দুল্লাহ আল ফারুককে মৃত ঘোষণা করা হয়।

ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ খন্দকার বাংলানিউজকে বলেন, বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের হাসপাতালে এখন পর্যন্ত চারজন এসেছে।

এদের মধ্যে আব্দুল্লাহ আল ফারুক নামে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। নিহতের শরীরে ৯০ শতাংশ পোড়া ছিল।  

বড় ভাই আব্দুল্লাহ আল মামুন তুহিনের সঙ্গে থাকা নিহতের এক বন্ধু মিনহাজ উদ্দিন সোহাগ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ম্যানেজমেন্ট ১৩ ব্যাচে একসঙ্গে পড়াশোনা করেছি। ফারুকের বাড়ি চাঁদপুর হাজীগঞ্জ উপজেলায়। দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকতো ডেমরা সারুলিয়া এলাকায়। তিন ভাইয়ের মধ্যে ফারুক ছিল দ্বিতীয়।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।