বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ক্যামেলিয়া হাউজের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার রাজা রামপুর গ্রামের মো. ইব্রাহিমের ছেলে মো. ইউনুছ (৩৬) ও একই উপজেলার মাহিদীপুর গ্রামের মমতাজ মিয়ার ছেলে মো. সুজন (২২)।
ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক অমর কুমার সেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওই বাসায় অভিযান চালায় তারা। দীর্ঘ সময় অভিযানের পর ওই বাসার ফ্রিজের স্ট্যান্ডের ভেতর থেকে ১০ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। পরে তিনি বাদী হয়ে তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ফেনীর উপ-পরিদর্শক টিপু সুলতান জানান, আটক দুই মাদকবিক্রেতা দীর্ঘদিন ধরে সুকৌশলে ফেনীতে ইয়াবা বিক্রি করে আসছিলেন। তারা কাভার্ড ভ্যানে করে দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান নিয়ে আসতেন।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এসএইচডি/আরবি/