ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

সচিবালয়ের দুর্ঘটনায় গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৭, মার্চ ২৮, ২০১৯
সচিবালয়ের দুর্ঘটনায় গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এই ভবন থেকেই পড়ে মারা যান ওই শ্রমিক

ঢাকা: বাংলাদেশ সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের জন্য নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মো. আফজাল হোসেনকে আহ্বায়ক ও মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুর রহমান হাবীবকে সদস্য সচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর দু’জন সদস্য হলেন স্থাপত্য অধিদপ্তরের একজন উপ-প্রধান স্থপতি ও গণপূর্ত ডিজাইন সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

 

এ কমিটিকে বিষয়টি সরেজমিনে তদন্ত করে দুর্ঘটনার কারণ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।  

বৃহস্পতিবার (২৮ মার্চ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয় এ তদন্ত কমিটি গঠন করে।

অপরদিকে, সংঘটিত দুর্ঘটনা তদন্তে গণপূর্ত অধিদপ্তর অডিট ও মনিটরিং সার্কেল, ঢাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাঈদ মাহবুব মোরশেদকে আহ্বায়ক ও গণপূর্ত ডিজাইন বিভাগ-২, ঢাকার নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হককে সদস্য সচিব করে তিন সদস্যের অপর একটি তদন্ত কমিটি গঠন করেছে।  
এ কমিটির  অপর সদস্য হলেন গণপূর্ত ই/এম প্ল্যানিং বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আবু তালেব। এ কমিটিকে সরেজমিনে পরিদর্শন ও তিন কর্মদিবসের মধ্যে মতামত দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের জন্য নির্মিত হওয়া ২০তলা ভবনে আনুমানিক সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নির্মাণ শ্রমিক মারা যান।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।