ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫২, মার্চ ২৮, ২০১৯
চুয়াডাঙ্গায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গা: মাদক মামলায় চুয়াডাঙ্গায় শুকুর আলী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শুকুর আলী শহরের বুজরুক গড়গড়ি বুদ্ধিমান পাড়ার বাবুল হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৯মে সন্ধ্যায় পৌর এলাকার বুজরুক গড়গড়ি থেকে হেরোইন বিক্রির সময় শুকুর আলীকে আটক করে ডিবি পুলিশ। এসময় তার দেহ তল্লাশী করে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওইদিন রাতেই ডিবি পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক আমীর আব্বাস বাদী চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ করে তাকে আদালতে সোপর্দ করে।  

এরপর দীর্ঘ তদন্ত ও দুইজন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।