বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে বাঘাইছড়ি থানায় তাদের হস্তান্তর করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন- পিসিজেএসএস সন্তু গ্রুপের ত্রিদিব চাকমা (৪৫) ও ইউপিডিএফ প্রসীত গ্রুপের লারেচন্দ্র চাকমা (৩৫)।
বাঘাইছড়ি পুলিশ জানায়, বুধবার (২৭ মার্চ) দিনগত গভীর রাতে যৌথবাহিনীর দু’টি দল লংগদু উপজেলায় যৌথখামার এলাকায় অভিযানে নামে। অভিযানে পিসিজেএসএস সন্তু গ্রুপের ত্রিদিব চাকমা এবং ইউপিডিএফ প্রসীত গ্রুপের লারেচন্দ্র চাকমা নামের দু’জনকে আটক করা হয়।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৮ মার্চ অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচন। ওই দিন সন্ধ্যায় উপজেলার সাজেক ইউনিয়নের সিজক এলাকা থেকে ব্যালট পেপার নিয়ে একটি গাড়িতে করে বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ে ফিরছিলেন সহকারী প্রিজাইডিং অফিসার আমির হোসেন ও আনসার ভিডিপিসহ কয়েকজন ভোটগ্রহণ কর্মী। পথে নয় কিলো এলাকায় একদল দুর্বৃত্ত ব্যালট পেপার ছিনতাইয়ের উদ্দেশে তাদের গাড়ি লক্ষ্য করে বার্স্ট ফায়ার করে। এতে ঘটনাস্থলেই সহকারী প্রিজাইডিং অফিসারসহ পাঁচজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জন মারা যান। এ হামলার ঘটনায় আহত হন ১৪ জন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাঘাইছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
জিপি