ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

বনানীর আগুন: কুর্মিটোলা হাসপাতালে ৩৫ রোগী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২১, মার্চ ২৮, ২০১৯
বনানীর আগুন: কুর্মিটোলা হাসপাতালে ৩৫ রোগী বনানীর আগুনে আহত একজনকে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

ঢাকা: বনানীর এফ আর টাওয়ারের আগুনে দগ্ধ ও আহতদের ৩৫ জনকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালটির জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজন অনুসারে তাদের বিভিন্ন বিভাগে স্থানান্তর করা হচ্ছে।

তবে এই ৩৫ জনের বাইরে কমপক্ষে আরো ২০/৩০ জন আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।

বনানীর আগুনের ঘটনার পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই মুহূর্তে হাসপাতালে বনানীর আগুনের ঘটনায় রোগীদের চাপ স্বাভাবিক রয়েছে।

এখন পর্যন্ত ৩৫ জন আহত ব্যক্তি হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে অনেকেই এ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে অন্য হাসপাতালে চলে গেছেন।

এছাড়াও প্রায় ২০/৩০ জন আহত ব্যক্তি যাদের নাম-ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়নি, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। চিকিৎসাই মুখ্য বলে রোগীর তথ্য সংগ্রহ করা হয়নি বলে জানিয়েছে হাসাপাতাল কর্তৃপক্ষ।  

হাসপাতালে মৃত একজনের মরদেহ রয়েছে বলেও জানিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ-উন নবী। নিহত ব্যক্তি শ্রীলংকার নাগরিক, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এমএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।