তবে এই ৩৫ জনের বাইরে কমপক্ষে আরো ২০/৩০ জন আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।
বনানীর আগুনের ঘটনার পর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই মুহূর্তে হাসপাতালে বনানীর আগুনের ঘটনায় রোগীদের চাপ স্বাভাবিক রয়েছে।
এছাড়াও প্রায় ২০/৩০ জন আহত ব্যক্তি যাদের নাম-ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়নি, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। চিকিৎসাই মুখ্য বলে রোগীর তথ্য সংগ্রহ করা হয়নি বলে জানিয়েছে হাসাপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালে মৃত একজনের মরদেহ রয়েছে বলেও জানিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ-উন নবী। নিহত ব্যক্তি শ্রীলংকার নাগরিক, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এমএএম/এমজেএফ