ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

টাঙ্গাইলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, মার্চ ২৮, ২০১৯
টাঙ্গাইলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার যুগনী গ্রামে সানু (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সানু উপজেলার কাঠুয়া যুগনী গ্রামের এফাত মিয়ার ছেলে।

টাঙ্গাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আওয়াল বাংলানিউজকে বলেন, সকাল ১০টার দিকে সানুর ভাতিজা বাচ্চুর কাছে মোটরসাইকেল চান একই এলাকার বাবু মিয়া। এসময় বাচ্চু মোটরসাইকেল না দেয়ায় বাবু ও তার লোকজন বাচ্চুকে মারধর করে।  

এরপর সানু ও তার পরিবারের লোকজন বাবুদের বাড়িতে যান। এতে ক্ষিপ্ত হয়ে বাবু ও তার লোকজন সানুর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় সানুকে বাঁচাতে তার পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। পরে গুরুতর অবস্থায় ছয়জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানুকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।