ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে প্রজেক্ট কর্মকর্তার মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, মার্চ ২৮, ২০১৯
বরিশালে প্রজেক্ট কর্মকর্তার মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালে গোলাম মোস্তফা নামে এক প্রজেক্ট কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর থ্রি-স্টার মানের আবাসিক হোটেল এরিনা’র তিনতলায় ৩০৪ নম্বর কক্ষের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত গোলাম মোস্তফা বিশ্বব্যাংকের অর্থায়নে এলজিডি’র মাধ্যমে চলমান একটি প্রজেক্টের কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার বাড়ি মুন্সিগঞ্জে। তবে ঢাকার শেওড়াপাড়া এলাকায় বাসবাস করতেন বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম।

তিনি বলেন, এলজিইডি’র একটি প্রজেক্ট’র কাজে বরিশালে আসেন ওই কর্মকর্তা। তিনি নগরের সদর রোডস্থ হোটেল এরিনায় ওঠেন। সকালে ওই হোটেলে তিনতলার বাথরুমে তার মরদেহ দেখতে পান হোটেল বয়। পরে পুলিশকে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ওসি বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই কর্মকর্তা মারা গেছেন বলে প্রাথমিকভাবে চিকিৎসক জানিয়েছেন, তবে মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।