ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

প্রশাসনিক কর্মকর্তা পদে ১৪১ জনের পদোন্নতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, মার্চ ২৮, ২০১৯
প্রশাসনিক কর্মকর্তা পদে ১৪১ জনের পদোন্নতি জনপ্রশাসন মন্ত্রণালয়

ঢাকা: মাঠ প্রশাসনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কর্মরত ১৪১ জন কর্মচারীকে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার (২৭ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের পদোন্নতি দিয়ে পদায়ন করে আদেশ জারি করে।

জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সুপারিনটেনডেন্ট, সিএ (কনফিডেন্সিয়াল অ্যাসিস্টেন্ট) কাম-উচ্চমান সহকারী, প্রধান সহকারী, ট্রেজারি হিসাবরক্ষক, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকাররা এ পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (http://www.mopa.gov.bd) প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
এমআইএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।