ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

জুতার ভেতর ২ হাজার ইয়াবা, পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, মার্চ ২৪, ২০১৯
জুতার ভেতর ২ হাজার ইয়াবা, পাচারকারী আটক

সিরাজগঞ্জ: জুতার ভেতরে করে অভিনব কায়দায় পাচারকালে দুই হাজার পিস ইয়াবাসহ আব্দুল গফুর (৩৬) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক গফুর কক্সবাজার জেলার পেকুয়া থানার রাজখালি উলুদিয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান বাংলানিউজকে বলেন, আব্দুল গফুর কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সিরাজগঞ্জে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার জুতার ভেতরে অভিনব কায়দায় রাখা দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।