ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

বাঘাইছড়ি হত্যাকাণ্ড

নিহত আনসার সদস্যের অস্ত্র উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, মার্চ ২২, ২০১৯
নিহত আনসার সদস্যের অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ি: রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত আনসার সদস্য মিহির কান্তি দত্তের ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে সেনাবাহিনী। 

শুক্রবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে থ্রি নট থ্রি রাইফেলটি উদ্ধার করা হয়।
 
বাঘাইহাট জোনের সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থল ৯ কিলো নামক এলাকা থেকে বাঘাইছড়ি যাওয়ার পথে ১ কিলোমিটার দূরে রাস্তার পাশের জঙ্গল থেকে অস্ত্রটি উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, সন্ত্রাসী হামলার পরপর হতাহতদের বহনকৃত চলন্ত গাড়ি থেকে অস্ত্রটি পড়ে যায়।
 
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জরুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
গত ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে সাজেক এলাকায় দায়িত্ব পালন শেষে ফেরার পথে বাঘাইছড়ি সড়কের ৯ কিলো এলাকায় হামলার শিকার হন নির্বাচনী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সন্ত্রাসীদের নির্বিচারে বার্স্ট ফায়ারে সাতজন নিহত হন, আহত হন আরও বেশ ক’জন। ঘটনার পরের দিনই চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করে মামলা করে।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।