ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, মার্চ ২২, ২০১৯
ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় অধির (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ মার্চ) সকালে ধামরাইয় উপজেলার কাউয়ালি পাড়া-চৌহাট শাখা সড়কের বালিয়া এলাকায় কালিঘাট মিল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অধির ওই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট গ্রামের সুবল চন্দ্র মনিদাসের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশাটিকে একটি ট্রাক ধাক্কা দিলে বুকে চাপ লেগে ঘটনাস্থলে অধির নামে সিএনজির এক যাত্রী মারা যান। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।  

এ ব্যাপারে ধামরাই থানার কাউয়ালি পাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতের মরদেহ পরিবারের লোকজন নিয়ে চলে যায়।  

এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। তবে ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।