ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে বৃদ্ধাকে জবাই করে মালামাল লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১২, মার্চ ২২, ২০১৯
বাগেরহাটে বৃদ্ধাকে জবাই করে মালামাল লুট ...

বাগেরহাট: বাগেরহাটে ঘরে ঢুকে হোসনেয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে বাগেরহাট শহরের পূর্ব সরুই এলাকায় (পুরাতন পুলিশ লাইনের পাশে) এ ঘটনা ঘটে।

হোসনেয়ারা বেগম গনপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. আব্দুর রহিমের স্ত্রী। ১৮ মার্চ ওমরা হজ্ব পালন করতে সৌদি আরব গেছেন আব্দুর রহিম।

তার তিন ছেলে চাকুরীর সুবাদে কেউই বাড়িতে থাকেন না।

নিহতের ছোট বোন ঝর্ণা বেগম বলেন, আমার বড় ভাগ্নের ফোন পেয়ে তাদের বাড়িতে এসে দেখি ঘরের সব দরজা খোলা। বোনের রক্তাক্ত মরদেহ খাটের উপর পড়ে আছে। দুটি আলমারি ভাঙা। দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল নিয়ে গেছে। তবে তা কি পরিমান হবে তা তার স্বামী ও ছেলেরাই বলতে পারবে। ঘরে ঢোকা দুর্বত্তদের হয় তিনি চিনে ফেলেছেন অথবা মালামাল লুটের সময় বাধা দেয়ায় তারা ক্ষুব্দ হয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে বলে ধারনা করছেন তিনি।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, নিহতের স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। কারা কি কারণে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হবে।

বাংলাদেশ  সময়: ০৭০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।