ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন দুই গৃহবধূ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৪, মার্চ ২১, ২০১৯
অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন দুই গৃহবধূ

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দুর্ঘটনার শিকার হয়ে মাটির ১০ ফুট গভীরে চাপা পড়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন দুই গৃহবধূ।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে বাড়ির পাশে পাথরের গর্তের পড়ে এ দুর্ঘটনার শিকার হন তারা।  

আহত দুই গৃহবধূ হলেন- ওই ইউনিয়নের অনাজুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম ও সহিদুল ইসলামের স্ত্রী মনজুয়ারা বেগম।

তারা একই পরিবারের সদস্য।

আহত দুই গৃহবধূর শাশুড়ি তহরিমা খাতুন বাংলানিউজকে বলেন, দুপুরে ঘড়ের কাজের জন্য মাটি তুলতে গেলে হঠাৎ মাটি ধ্বসে দুই ছেলের বউ হাসিনা ও মনজুয়ারা মাটিচাপা পড়লে আমরা চিৎকার শুরু করি। পরে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আকরাম হোসেন বাংলানিউজকে বলেন, বর্তমানে দুই নারীর মধ্যে একজনের অবস্থা সংকটপূর্ণ।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।