ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

চাকরি দেয়ার নামে চাঁদাবাজি, বাড্ডায় প্রতারক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, মার্চ ২১, ২০১৯
চাকরি দেয়ার নামে চাঁদাবাজি, বাড্ডায় প্রতারক আটক

ঢাকা: বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ও বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডে লোকবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন প্রকাশ করে টাকা হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতে রাজধানীতে আটক হয়েছে ইসরাফিল খান পলাশ নামে এক যুবক।

বুধবার (২০ মার্চ) বাড্ডার বেরাইদের ২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া পাড়ার ডি ব্লকের ১৬ নম্বর বাড়ির এই ব্যক্তিকে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (বিএফবিআইএল) ম্যানেজার (এএইচআর) ইসমাইল শেখ জানান, ইসরাফিল খান পলাশ ফেসবুকে ‘আহেন ব্যবসা করি’ নামে একটি গ্রুপে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ও বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের লোগোসহ লোকবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দেয়।

প্রত্যেককে সে চাকরি দেবে বলে আশ্বস্ত করে এবং এর বিনিময়ে ৫০০ টাকা করে চাঁদা দাবি করে। বিষয়টি নজরে এলে চাকরিপ্রার্থী সেজে তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।