ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

দশ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, মার্চ ২১, ২০১৯
দশ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী একটি পরিবারের সদস্যের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

ঢাকা: বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা, জামায়াত-শিবিরের হামলায় আহত এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের পরিবারের সদস্যসহ ১০টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রী তার কার্যালয়ে আর্থিক অনুদানের চেক তুলে দেন পরিবারগুলোর সদস্যদের হাতে।

তাদের হাতে সরকারপ্রধান মোট দুই কোটি সাত লাখ টাকার চেক তুলে দেন বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।