ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

বান্দরবান ভ্রমণে সতর্কবার্তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৫, মার্চ ১৭, ২০১৯
বান্দরবান ভ্রমণে সতর্কবার্তা বান্দরবান

বান্দরবান: উপজেলা নির্বাচনকে ঘিরে বান্দরবানের সব হোটেল-মোটেল ও বাস সার্ভিসের অগ্রীম টিকেট বিক্রির বিষয়ে সতর্কবার্তা জানিয়েছে জেলা প্রশাসন। 

শনিবার(১৬ মার্চ) জেলা প্রশাসনের ফেসবুক পেইজে এ সতর্কতার বিষয়টি জানানো হয়।

বার্তায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম জানান, আগামী ১৮ মার্চ বান্দরবান জেলার সবগুলো উপজেলায় (উপজেলা পরিষদ) নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফলে পর্যটকদের ওই দিন বান্দরবান জেলায় ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।  

বার্তায় বলা হয়, ‘আমরা জেনেছি নির্বাচনকালীন ওই সময়ে তিন দিনের ছুটি থাকায় সকল হোটেল ও বাস টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। যদি কেউ এ সময়ে বান্দরবানে ভ্রমণের জন্য নির্বাচনের দিনটি বাদ দিয়ে আসার চেষ্টা করবেন। কেউ যদি এসেই পড়েন তবে নির্বাচনের দিন সারাদিন হোটেলে বসেই সময় কাটাতে হবে।  

নির্বাচনের দিন অপরিচিত লোক হিসেবে এলাকায় অবস্থান করা ঠিক হবে না। কারো আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব এ সময়ে আসার পরিকল্পনা করলে তাদেরকে জানিয়ে দেবার অনুরোধ জানানো হয়েছে।

১৭ মার্চ রাত ১২টা থেকে ১৮ মার্চ রাত ১২টা পর্যন্ত কিছু ব্যতিক্রম ছাড়া অত্র এলাকায় প্রায় সকল ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
পিএম/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।