ঢাকা, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

চলন্ত ট্রেনের ছাদে ভ্লগ করতে গিয়ে চীনা নাগরিকের মোবাইল খোয়া, পুলিশ তদন্তে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, আগস্ট ১০, ২০২৫
চলন্ত ট্রেনের ছাদে ভ্লগ করতে গিয়ে চীনা নাগরিকের মোবাইল খোয়া, পুলিশ তদন্তে

ঢাকা: রাজধানীর কমলাপুর থেকে চট্টগ্রামগামী একটি ট্রেনের ছাদে উঠে ভ্লগিং করতে গিয়ে এক চীনা নাগরিকের মোবাইল ফোন খোয়া গেছে। মোবাইল ফোনটি হারিয়ে সেই বিদেশি নাগরিকের আক্ষেপের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

রেলওয়ে পুলিশ বলছে, ছিনতাইয়ের সরাসরি কোনো অভিযোগ না পেলেও আক্ষেপের ভিডিওটি তারা দেখেছে এবং বিষয়টি বের করার জন্য পুলিশের দুটি টিম কাজ করছে।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানিয়েছেন, এখনো কোনো অভিযোগ করা হয়নি, তবে ভিডিওটি তারা দেখেছেন এবং ঘটনাটি আমলে নিয়ে তদন্ত চলছে। ইতোমধ্যে পুলিশের দুটি দল কাজ শুরু করেছে।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, প্রায়ই চীনা নাগরিকরা (বিশেষত কন্টেন্ট ক্রিয়েটররা) ট্রেনের ছাদে উঠে ভিডিও তৈরি করেন। স্থানীয় কিছু ভবঘুরে তরুণদের সঙ্গে তারা চলাফেরা করে এবং সতর্ক করা সত্ত্বেও নিয়মিত এ ঝুঁকিপূর্ণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।

প্রায় সময় এ সব চিনা নাগরিকদের ট্রেনের ছাদ থেকে নামিয়ে আনা হয়। ঘটনার সময় চীনা নাগরিক কিছু ভবঘুরে তরুণের সঙ্গে ছিলেন বলে জানা গেছে। কাওলা এলাকায় ট্রেনটি ধীরগতি চলার সময় তিনি নেমে আবারো বিমানবন্দর রেলস্টেশনে ফিরে আসেন এবং পরে লক্ষ্য করেন তার মোবাইলটি নেই।

তবে ঘটনাটি শনিবার (০৯ আগস্ট) বিকেলের দিকে ঘটেছে। ওই চীনা নাগরিক কমলাপুর রেলস্টেশন থেকে একটি ট্রেনের ছাদে উঠে মোবাইলে ভ্লগ করে কাওলা এলাকায় নেমে যান।

এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।