ঢাকা, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

জাতীয়

আবু তাহের বাংলাদেশ প্রতিদিন সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১১, আগস্ট ১০, ২০২৫
আবু তাহের বাংলাদেশ প্রতিদিন সম্পাদক আবু তাহের

দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের সম্পাদক পদে উন্নীত হয়েছেন। পত্রিকার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি শনিবার তাঁকে পদোন্নতি দেয়।

১৯৭৩ সালে সাংবাদিকতা পেশায় আসা আবু তাহের একাত্তরের বীর মুক্তিযোদ্ধা। নিয়মনীতি ও পেশাদারত্বে একনিষ্ঠার জন্য তাঁর খ্যাতি। সম্পাদক হওয়ার আগে তিনি দৈনিক সংবাদ, খবর, আওয়াজ, প্রভাত, দেশবাংলা, ডেসটিনি, যুগান্তর ইত্যাদি পত্রিকায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি বাংলাদেশ প্রতিদিনে যুগ্ম সম্পাদক নিযুক্ত হন।

ইংরেজি থেকে নির্ভার বাংলায় অনুবাদে দক্ষ এই সিনিয়র সাংবাদিক সাময়িকী ‘সূর্যোদয়’-এ জগৎ সংসারের অনাচার-অসংগতির ওপর টানা ৯ বছর ব্যক্তিগত নিবন্ধ ‘বালিশ কথন’ লিখে সাড়া ফেলেন। দেশবাংলায় লিখতেন ‘দেখিয়া শুনিয়া’। প্রকাশিত বই চারটি।

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য আবু তাহেরের জন্ম নোয়াখালী শহরে। তাঁর দুই সন্তান। বড় ছেলে চিকিৎসক, ছোট ছেলে প্রকৌশলী।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।