ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে কিশোর দিনমজুরের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫২, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
বরিশালে কিশোর দিনমজুরের আত্মহত্যা ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালে গলায় ফাঁস দিয়ে অন্তর (১৬) নামে এক কিশোর দিনমজুর আত্মহত্যা করেছেন। 

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অন্তর বরিশাল সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় দিনমজুর মো. আবদুল হালিম এর ছেলে।

পেশায় তিনিও একজন দিনমজুর ছিলেন।

অন্তরের স্বজনদের বরাত দিয়ে শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রিফাত আহমেদ বলেন, পারিবারিক কিছু বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অন্তরের বিরোধ হয়। সে জের ধরেই তিনি নিজ ঘরে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু এর আগেই অন্তরের মৃত্যু হয়।  

ময়না তদন্তের মৃতদেহ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই চিকিৎসক।

বাংলাদেশ সময়: ০৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮

এমএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।