ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

পাঁচবিবিতে দেড় হাজার ইয়াবাসহ মা-ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৯, ফেব্রুয়ারি ২২, ২০১৯
পাঁচবিবিতে দেড় হাজার ইয়াবাসহ মা-ছেলে আটক

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের বাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক হাজার ৪৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ও ছেলেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী মোছা. মর্জিনা খাতুন (৪০) ও তার ছেলে আনোয়ার হুসাইন (২৪)।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অনেকদিন থেকে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। পাশাপাশি স্থানীয়ভাবে মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

আটক মা-ছেলের বিরুদ্ধে পাঁচবিবি থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা করা হবে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।