ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ ১১ রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৫, ফেব্রুয়ারি ২২, ২০১৯
টেকনাফে ১ লাখ ইয়াবাসহ ১১ রোহিঙ্গা আটক টেকনাফ কোস্টগার্ড স্টেশনে আটক রোহিঙ্গারা।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে এক লাখ পিস ইয়াবাসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) টেকনাফ কোস্টগার্ড স্টেশন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভোরে টেকনাফ কোস্টগার্ডের একটি দল সেন্টমার্টিনের গভীর সমুদ্রে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় মিয়ানমারের একটি বোট বাংলাদেশের জলসীমায় চলে আসলে তাতে তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারের অভিযোগে ওই বোটটিতে থাকা ১১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।  

আটক ১১ ইয়াবা পাচারকারী মিয়ানমার থেকে টেকনাফে নতুন এসেছে। এরা টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে যোগসাজসের মাধ্যমে ইয়াবা ব্যবসার জন্য বাংলাদেশে প্রবেশ করেছেন। আটক পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত ইয়াবা এবং বোটটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
এসবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।