ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত  

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত  

পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা এলাকায় ট্রাকের ধাক্কায় বসন্ত সরকার (৩৫) নামে ব্যাটারিচালিত ভ্যানের চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পাকশী-পাবনা (বগা মিয়া) সড়কে এ দুর্ঘটনা ঘটে। বসন্ত সরকার পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের দুলাল চন্দ্র সরকারের ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে জানান,   সকালে সাঁহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা হাইস্কুলের সামনের সড়কে একটি ট্রাক ডিমওয়ালা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক বসন্ত সরকারের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটির চালক একই এলাকার হওয়ায় ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বিষয়টি আপোষ-মীমাংসা করে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের দায়িত্ব নিয়েছেন। তারা ব্যর্থ হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।  

এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।