ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় রাজকুমারী জেইদ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩১, জানুয়ারি ২৫, ২০১৯
শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় রাজকুমারী জেইদ পরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জর্ডানের রাজকুমারী সারাহ জেইদ। ছবি: বাংলানিউজ

ঢাকা:  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বিশেষ উপদেষ্টা ও জর্ডানের রাজকুমারী সারাহ জেইদ। একই সঙ্গে তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে জোর দিয়েছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে জর্ডানের রাজকুমারী এসব কথা বলেন।  

সম্প্রতি রাজকুমারী সারাহ জেইদ ছয়দিনের সফরে বাংলাদেশে  এসেছেন।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তিনি।  

পরে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সারাহ জেইদ। এ সময় তাকে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন সফররত ডব্লিউএফপির উপদেষ্টা সারাহ সারাহ জেইদ।  

রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়ে জোর দেওয়ার পাশাপাশি তিনি এ সঙ্কট নিরসনে বহুমুখী কূটনীতির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।  

জর্ডানের রাজকুমারী সারাহ জেইদ ডব্লিউএফপির বিশেষ উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।