ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানচাপায় শিক্ষক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, জানুয়ারি ২৪, ২০১৯
লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানচাপায় শিক্ষক নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পিকাপ ভ্যানের চাপায় মিজানুর রহমান রুবেল নামে এক শিক্ষক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ কার্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুবেল লক্ষ্মীপুর পোরসভার ১২ নম্বর ওয়ার্ড লাহারকান্দি এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে।

তিনি দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর শহরে যাচ্ছিলেন রুবেল। পথে জনপথ কার্যালয়ের সামনে পৌঁছালে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে তিনি পড়ে যান। এসময় পিকআপের পেছনের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পিকআপ ভ্যানটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।