ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় যুবককে হাতুড়ি পেটা করে হত্যা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৬, জানুয়ারি ২৪, ২০১৯
আশুলিয়ায় যুবককে হাতুড়ি পেটা করে হত্যা

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় ওসমান গণি (৩২) নামে এক দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে পুলিশ আশুলিয়ার চানগাঁও এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত ওসমান গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার পাইকা এলাকার আজিজ রহমান প্রামাণিকের ছেলে।

তিনি আশুলিয়ার চানগাঁওয়ের থেকে একটি মোবাইল ফোন রির্চাজ এর দোকান চালাতেন।

আটক ব্যক্তিরা হলেন-রিপন, রুবেল ও সোহেল। তাদের ঠিকানা জানা যায়নি।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই সপ্তাহ আগে ফোনে টাকা রিচার্জ করা নিয়ে ওসমানের সঙ্গে কথা কাটাকাটি হয় রুবেলের। এর জেরে বুধবার (২৩ জানুয়ারি) রাত ১২টার দিকে রিপন ও সোহেল নামে দু’জনকে সঙ্গে নিয়ে ওসমানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন রুবেল। টের পেয়ে রাতেই এলাকার লোকজন খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এর কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।  

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফজিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।