ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জর্দানের রাজকন্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৪, জানুয়ারি ২২, ২০১৯
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জর্দানের রাজকন্যা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন জর্ডান রাজকন্যা-ছবি-বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জর্দানের রাজকন্যা প্রিন্সেস সাফা ফিরাজ।

তিনি সোমবার (২১ জানুয়ারি) বেলা ১২টার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্পে বিশ্বখাদ্য সংস্থার (ডব্লিওএফপি) অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা রিক পরিচালিত বেসরকারি ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় সংস্থাটির কর্মকতাদের  সঙ্গে কথা বলেন প্রিন্সেস।

পরে তিনি বালুখালী জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) ট্রানজিট ক্যাম্পে যান। এসময় তিনি সেখানে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।  

রোহিঙ্গাদের নিয়ে কাজ করা বিভিন্ন বৈশ্বিক সংস্থার কার্যক্রম এবং রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কক্সবাজারে দুইদিনের সফর শেষে মঙ্গলবার (২২ জানুয়ারি) ঢাকায় ফেরার কথা রয়েছে জর্দানের রাজকন্যা প্রিন্সেসের।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ২১ জানুয়ারি, ২০১৯
এসবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।