ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

রেস্টুরেন্ট এইচটুও'তে সীসা, আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, জানুয়ারি ১৩, ২০১৯
রেস্টুরেন্ট এইচটুও'তে সীসা, আটক ৩ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ধানমন্ডির অভিজাত রেস্টুরেন্ট এইচটুওতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সীসার অস্তিত্ব পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় রেস্টুরেন্টটির তিন কর্মচারীকে আটক করা হয়েছে।

শনিবার (১২ জানুয়ারি) রাতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এসময় ৭৫৯ গ্রাম নিষিদ্ধ সীসা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো অঞ্চলের সহকারী পরিচালক খোরশিদ আলম জানান, প্রতিষ্ঠানটিতে সীসা পরিবেশন করা হয় এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালানো হয়। তবে প্রথমে সেখানে সীসার অস্তিত্ব না পেয়ে লাউঞ্জের সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাচাই করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এইচটুও দিনভর সীসা বিক্রি করেছে কিন্তু কোনো একটি সংবাদের ভিত্তিতে হঠাৎ করেই তারা পরিবেশন বন্ধ করে দেয়।

ফুটেজ দেখে নিশ্চিত হয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের রান্নাঘর থেকে ৭৫০ গ্রাম সীসা উদ্ধার করা হয়।  

এ ঘটনায় তাদের তিন কর্মচারীকে আটক করা হয়েছে। তবে তাদের মালিক ও ম্যানেজার পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সীসাকে মাদক হিসেবে উল্লেখ করে নিষিদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ