ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

প্রাণের উৎসবে মিলিত হলো প্রাক্তন শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৭, জানুয়ারি ৬, ২০১৯
প্রাণের উৎসবে মিলিত হলো প্রাক্তন শিক্ষার্থীরা পূনর্মিলনী অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা।

ঢাকা: কমিউনিটি সেন্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের (বর্তমান স্কুলের নাম তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ) ২০০১ সালের মাধ্যমিক ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জানুযারি) সকালে জাঁকালো আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে স্কুল প্রাঙ্গণ। এ সময় পুরনো বন্ধুদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকারা এবং ২০০১ ব্যাচের শিক্ষার্থীরা। অসুস্থতার কারণে অনুষ্ঠানে অংশ নিতে পারেনি প্রাক্তন প্রধান শিক্ষক আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সফিউল্লা সফি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের বর্তমান প্রধান শিক্ষক আবদুল মান্নান প্রমুখ।

এ সময় প্রধান শিক্ষক মান্নান বলেন, স্কুলের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা যেখানে এক হয়, সেখানটা আনন্দের উৎসবে পরিণত হয়। বহুদিন পর প্রিয় মুখগুলো দেখার কি যে আনন্দ, তা বলে বোঝানো যাবে না। এমন আয়োজনে থাকতে পেরে খুবই ভালো লাগছে।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় পূনর্মিলনী অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।