ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

কক্সবাজার আ’লীগের সাবেক সভাপতি আহামদ হোসেনের ইন্তেকাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, নভেম্বর ৮, ২০১৮
কক্সবাজার আ’লীগের সাবেক সভাপতি আহামদ হোসেনের ইন্তেকাল

কক্সবাজার: কক্সবাজার আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে আহামদ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। 

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় কক্সবাজার শহরের আল ফুয়াদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, আট ছেলে, ছয় মেয়ে ও অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

মরহুম আহামদ হোসেনের মরদেহ শহরের রুমালিয়ার ছরা হাসেমিয়া মাদ্রসা সংলগ্ন নিজ বাসাতে রাখা হয়েছে। বিকেলে আছরের নামাজের পর হাশেমিয়া মাদ্রাসা মাঠে এবং মাগরিবের নামাজের পর গ্রামের বাড়ি মরিচ্যা হাইস্কুল মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তার ছেলে মো. কামরুল।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।