ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

সবুজবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৪, নভেম্বর ৭, ২০১৮
সবুজবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর সবুজবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (০৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার ফিরতি চন্দ্রের ছেলে শুভ চন্দ্র রায় (২৬) ও মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মো. এমদাদ মিয়ার শুভ আহমেদ (৩৫)। তারা দুইজনই সবুজবাগের বাসাবো এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান খান বাংলানিউজকে জানান, মাদারটেক বাগানবাড়ী এলাকায় একটি ভবনের তিনতলায় বারান্দায় গ্রিলের কাজ করছিলেন ওই দুই শ্রমিক। নিচ থেকে দড়ি দিয়ে বেঁধে তিন তলায় গ্রিল উঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। পরে দুজনকে দ্রুত উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।  

মুগদা হাসপাতাল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই সাইফুর।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।