ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

পল্লবীতে বাসচাপায় যুবকের মৃত্যু, ঘাতক বাস জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৪, অক্টোবর ১৩, ২০১৮
পল্লবীতে বাসচাপায় যুবকের মৃত্যু, ঘাতক বাস জব্দ অছিম পরিবহনের বাসের ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর-১২ নম্বর সংলগ্ন পল্লবী শপিং কমপ্লেক্সের সামনের সড়কে অছিম পরিবহনের (মিরপুর-ডেমরা রুটে চলাচল করে) একটি বাসের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ২০ বছর।

শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) ইমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, নিহতের পরিচয় ও দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।