ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

মায়ের অসতর্কতায় প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৫, অক্টোবর ১৩, ২০১৮
মায়ের অসতর্কতায় প্রাণ গেল শিশুর

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুহাটে মায়ের 
অসতর্কতার কারণে কোল থেকে ছিটকে পড়ে মুনতাহা নামে (৬ মাস) একটি শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার বসুরহাট বাজারের ইসলামী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনতাহা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলা উদ্দিনের মেয়ে।

 

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বসুরহাট বাজার থেকে বাড়ি ফেরার জন্য মেয়েকে কোলে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন মুনতাহার মা। এসময় অটোরিকশাটি চলতে শুরু করলে মায়ের অসাবধানতায় কোল থেকে ছিটকে পড়ে মুনতাহা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।