ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

সলঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, অক্টোবর ১১, ২০১৮
সলঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রজব আলী (৫৫) নামে এক কৃষকের  মৃত্যু হয়েছে। বুধবার (১০ অক্টোবর) গভীর রাতে চৌবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে সলঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান। নিহত রজব ওই গ্রামের রইচ উদ্দিন মন্ডলের ছেলে।

 

ছানোয়ার হোসেন বলেন, বুধবার গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে প্রতিবেশী হারানের বাড়িতে আগুন লাগে। এসময় এলাকাবাসীর সঙ্গে রজব আলীও আগুন নেভাতে যান। আগুন নিভিয়ে বাড়ি ফেরার পথে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রজব আলী।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।