ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

জাতীয়

ঈশ্বরদীতে ৩ লাখ টাকার হেরোইনসহ আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০০, অক্টোবর ৫, ২০১৮
ঈশ্বরদীতে ৩ লাখ টাকার হেরোইনসহ আটক ১ হেরোইনসহ আটক হোসেন

পাবনা: পাবনার ঈশ্বরদীতে ৩০ গ্রাম হেরোইনসহ হোসেন (২৩) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ভবানীপুর মোড় থেকে তাকে আটক করা হয়। হোসেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ রাজিবুল করিম বাংলানিউজকে জানান, বিকেলের দিকে উত্তর-দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার দাশুড়িয়া ট্রাফিক মোড় থেকে সিএনজিযোগে পাবনা রওয়ানা হন হোসেন। পথে পুলিশের তল্লাশি দেখে মাঝরাস্তায় নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, আটক হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজূ করে শুক্রবার (৫ অক্টোবর) সকালে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।