ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে বাস ধর্মঘট প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৫, অক্টোবর ৩, ২০১৮
বাগেরহাটে বাস ধর্মঘট প্রত্যাহার বাস ধর্মঘট প্রত্যাহার

বাগেরহাট: বাগেরহাটে বাসে মাদক সেবন ও যন্ত্রাংশ চুরিতে বাধা দেওয়ায় শ্রমিকদের মারধরের প্রতিবাদে ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে শ্রমিক ইউনিয়ন। ফলে চারটি রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে বুধবার (৩ অক্টোবর) সকালে এ ধর্মঘটের ডাক দেয় বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়ন।  

ধর্মঘটে বাগেরহাট-সোনাডাঙ্গা, বাগেরহাট-পিরোজপুর, বাগেরহাট-শরণখোলা ও বাগেরহাট-রুপসা রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।

ওই শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আবু বক্কর বাংলানিউজকে বলেন, ধর্মঘটের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েন। দুর্ভোগ কমাতে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন সব রুটেই শ্রমিকরা বাস চালাচ্ছেন।

** বাগেরহাটে ৪ রুটে বাস চলাচল বন্ধ

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।