ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

জাতীয়

খুলনায় এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, অক্টোবর ৩, ২০১৮
খুলনায় এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

খুলনা: খুলনায় মিথুন মন্ডল নামে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (০৩ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মিথুন তেতুলতলার ১০ নং গেট এলাকার মৃত প্রশান্ত মন্ডলের ছেলে।

মিথুনের মা প্রণীতা মন্ডলের দাবি পিতৃহীন মিথুনের সম্পত্তির লোভে মিথুনের চাচা জয়দেব মন্ডল অত্যাচার নির্যাতন করে তাকে মেরে ঘরের পাশের একটি তেঁতুল গাছে ঝুলিয়ে রেখেছে।

মিথুনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।  

এ বিষয়ে জয়দেব মন্ডলের বক্তব্য পাওয়া যায়নি। অপরদিকে পুলিশ বলছে, মিথুন আত্মহত্যা করেছে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিথুন আত্মহত্যা করেছে। মিথুনের মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা,  অক্টোবর ০৩ , ২০১৮
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।