ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

রূপনগর থানায় ধর্ষণ মামলার আসামির ‘আত্মহত্যা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, সেপ্টেম্বর ২৮, ২০১৮
রূপনগর থানায় ধর্ষণ মামলার আসামির ‘আত্মহত্যা’ রূপনগর থানা (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর রূপনগর থানা হাজতে কাওসার (১৯) নামে এক ধর্ষণ মামলার আসামি গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. শাহ-আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত বুধবার (২৭ সেপ্টেম্বর) রূপনগর থানার দুয়ারীপাড়া এলাকায় ২৪ বছরের এক নারীকে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করেন কাওসার।

পরদিন বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) আশেপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে আটকে রেখে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে রূপনগর থানায় নিয়ে আসে। ওই নারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কিন্তু শুক্রবার ভোরে থানা হাজতেই নিজের পরিধেয় পোশাক গলায় পেঁচিয়ে ফাঁস দেন কাওসার। তাৎক্ষণিক পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এডেজএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।