ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

ত্রিপুরাদের জীবনমান উন্নয়নে একত্রে কাজ করার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, সেপ্টেম্বর ২৮, ২০১৮
ত্রিপুরাদের জীবনমান উন্নয়নে একত্রে কাজ করার আহ্বান

খাগড়াছড়ি: ত্রিপুরা জনগোষ্ঠীর শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় বিষয়ে খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
 

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি টাউন হলে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।



ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, খোকনেশ্বর ত্রিপুরা, জুয়েল ত্রিপুরা, লেখক প্রভাংশু ত্রিপুরা, হেডম্যান নারী নেটওয়ার্কের সভানেত্রী জয়া ত্রিপুরা, কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরা প্রমুখ।
 
সভায় বক্তারা ত্রিপুরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
 
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
এডি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।