ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, সেপ্টেম্বর ২৮, ২০১৮
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে মানববন্ধন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন করছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। ছবি: বাংল‍ানিউজ

ঢাকা: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।  

মানববন্ধনে বক্তারা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের তিন মাস পেরিয়ে গেলেও কার্যত বাস্তবায়নের কোনো উদ্যোগই দেখা যাচ্ছে না।

অবিলম্বে সুপারিশ বাস্তবায়ন করার দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি মো. ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- মোহ শওকত, মাহমুদ শাহীন, সোনিয়া চৌধুরী, সুরাইয়া নাসরিন ও নাদিয়া ফেরদৌস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।