ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

কালীগঞ্জে গোসল করতে নেমে মানসিক রোগীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, সেপ্টেম্বর ২৭, ২০১৮
কালীগঞ্জে গোসল করতে নেমে মানসিক রোগীর মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে হাফিজার রহমান (৪২) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজার ওই এলাকার আজিজার রহমানের ছেলে।

এলাকাবাসী জানায়, মানসিক ভারসাম্যহীন হাফিজার বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর এলাকাবাসী পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

চলবলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ