ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪০, সেপ্টেম্বর ২৬, ২০১৮
কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে তানভীর (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তানভীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চরচান্দু গ্রামের হিরন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে। এরপর কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া হাসপাতালের চিকিৎসক শংকর কুমার পাল জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮

এমএস/এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ