ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

মাদারীপুরে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, সেপ্টেম্বর ২৪, ২০১৮
মাদারীপুরে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

মাদারীপুর: মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলিম মোল্যা নামের এক যুবক নিহত হয়েছেন। তাকে ‘কুখ্যাত ডাকাত ও মোটর সাইকেল চোরচক্রের প্রধান’ বলছে পুলিশ। 

রোববার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে সদর উপজেলার শিরখাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

আলিম মোল্যা মাদারীপুরের কালকিনির ডাসার থানার পূর্ব কমলাপুর এলাকার মৃত সামসুল হক মোল্যার ছেলে।

তার নামে রংপুর জেলায় ডাকাতিসহ একাধিক মামলার রয়েছে বলেও জানাচ্ছে পুলিশ।

পুলিশ জানায়, একদল ডাকাত লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সূত্রে খবর পেয়ে ডিবির টিম ওই এলাকায় যায়। তখন তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে ডাকাতদল। এসময় আত্মরক্ষার্থে ডিবিও পাল্টা গুলি ছুড়লে ডাকাতদলের সদস্য আলিম মোল্যা মারা যান। পরে ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) সুব্রত কুমার হালদার বাংলানিউজকে বলেন, নিহত যুবকের নামে রংপুর জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। সকালে মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪৯ ঘণ্টা,সেপ্টেম্বর ২৪, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।